Opurno kobita Alok Ranjan Dasgupta অপূর্ণ – আলোক রঞ্জন দাশগুপ্ত
দ্বিতীয় ভুবন রচনার অধিকার দিয়েছ আমার হাতে- এই ভেবে আমি যত খেয়াপারাপার করেছি গভীর রাতে, প্রতিবার তরী কান্নায় শুরু হয় কান্নায় ডোবে জলে, হাসিমুখে তবু কেন হে বিশ্বময় তােমার তরণী চলে ? তারপর তীরে ফিরে আসি নিরালায়, মূর্খনেশায় ভাবি,…