Amar kobita (Romake) : আমার কবিতা (রমাকে) – বুদ্ধদেব বসু
কবিতা পড়তে চাও? আমার কবিতা ?
লােকে যাকে ভালাে বলে, যার জোরে – আশা করা যায়
সাহিত্যের ইতিহাসে মাের নাম রবে এক কোণে
সে-সব পােড়ো না তুমি; সেগুলাে তােমার তরে নয়।
লােকে যাকে ভালাে বলে, তােমার তা ভালাে লাগিবে না।
লােকে যাকে ভালাে বলে, যার জোরে – আশা করা যায়
সাহিত্যের ইতিহাসে মাের নাম রবে এক কোণে
সে-সব পােড়ো না তুমি; সেগুলাে তােমার তরে নয়।
লােকে যাকে ভালাে বলে, তােমার তা ভালাে লাগিবে না।
তােমার লাগিবে ভালাে, এমন কবিতা
হয়-তো লিখতে পারি কোনােদিন – আশা করা যায়।
নিতান্ত মনের কথা, ছােটো কথা ;-খুসি হবে পড়ে।
তারপর – যে-যুবকে তখন বাসিবে তুমি ভালাে,
অন্ধকারে তার কানে গুঞ্জরিবে সে – কবিতা মাের।
Subscribe
0 Comments
Oldest