Ami jani na kobita Kamlesh Sen আমি জানি না – কমলেশ সেন 

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Ami jani na kobita by Kamlesh Sen আমি জানি না - কমলেশ সেন 

 

এখানে জীবন পাতাঝরা গাছের মতাে।

তবু মানুষ দখল নিতে চায়

বাপ-দাদার চাষ করা জমির ওপর।

জমি যে কি জিনিস

তা জমি থেকে উৎখাত চাষীরাই জানে।

একফালি জমির জন্যে

জান কবুল-করা

কোন চাষীর কাছেই তেমন কোন ব্যাপার নয়।

চোখের ওপর তাে

সামন্ত প্রভুর কোন অধিকার নেই।

এক মুঠো ভাত

বা এক ফালি জমিই তাে

চাষীর সত্যিকারের জীবন।

আমি জানি না

জীবন বলতে কবিরা কি বােঝে!

কাব্যের ভাষা,

না, জমির ওপর নিঃশর্ত অধিকার!

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।