Ami jani na kobita Kamlesh Sen আমি জানি না – কমলেশ সেন
এখানে জীবন পাতাঝরা গাছের মতাে।
তবু মানুষ দখল নিতে চায়
বাপ-দাদার চাষ করা জমির ওপর।
জমি যে কি জিনিস
তা জমি থেকে উৎখাত চাষীরাই জানে।
একফালি জমির জন্যে
জান কবুল-করা
কোন চাষীর কাছেই তেমন কোন ব্যাপার নয়।
চোখের ওপর তাে
সামন্ত প্রভুর কোন অধিকার নেই।
এক মুঠো ভাত
বা এক ফালি জমিই তাে
চাষীর সত্যিকারের জীবন।
আমি জানি না
জীবন বলতে কবিরা কি বােঝে!
কাব্যের ভাষা,
না, জমির ওপর নিঃশর্ত অধিকার!
Subscribe
0 Comments
Oldest