আনিসুল হক

Kabyer balika kobita Anisul Haque কাব্যের বালিকা কবিতা আনিসুল হক

Kabyer balika kobita কাব্যের বালিকা কবিতা আনিসুল হক

  এক. কতো স্বপ্ন দ্যাখো রোজ রাতে কতো শব্দ কাটো ওই দাঁতে; কতো জল ঝরে পড়ে নিয়ন আলোয়, তার কয় ফোঁটা জমে তোমার ও দু’চোখের পাতে?   তোমাকে যে ভালোবাসে তুমি তার নামও জানো না; কোন সে বাগান থেকে একটি…

Read MoreKabyer balika kobita কাব্যের বালিকা কবিতা আনিসুল হক
Nirshongota mane kobita Anisul Haque নিঃসঙ্গতা মানে কবিতা আনিসুল হক

Nirshongota mane kobita নিঃসঙ্গতা মানে কবিতা আনিসুল হক

  পথের ধারে জ্বলছে একা পৌরসভার বাতি হিমকুয়াশাময় বল্‌ছে নাকি বল্‌ছে ঘোলা চোখে— নিঃসঙ্গতা মানে কোনো ভালোবাসা নয়।   দু’আঙুলের ডগায় পোড়ে ব্যর্থ সিগারেট, ঠোঁটের ছোঁয়া পাচ্ছে না তাও দহন বেড়েই চলে, একাকী সে বলে— পুড়ে যাওয়া মানেই কারো জন্যে…

Read MoreNirshongota mane kobita নিঃসঙ্গতা মানে কবিতা আনিসুল হক
Noshto kobir sardho kothay kobita নষ্ট কবির সাধ্য কোথায় আনিসুল হক

Noshto kobir sardho kothay নষ্ট কবির সাধ্য কোথায় আনিসুল হক

  আমাকে যে হাসতে বলো, হাসিখুশি থাকতে বলো, নিজকে সুখী ভাবতে বলো, কেমন করে রাখবো তোমার কথা?   আমার তো আর পাখাটি নেই মেঘের মতো ইচ্ছে হলেই হয়ে যাবো আকাশচারী চাঁদের সাথে ঠোঁট বাঁকিয়ে গাল ফুলিয়ে কইবো কথা। আমার পায়ে…

Read MoreNoshto kobir sardho kothay নষ্ট কবির সাধ্য কোথায় আনিসুল হক
More jete sadh hoy kobita Anisul Haque ম’রে যেতে সাধ হয় কবিতা আনিসুল হক

More jete sadh hoy kobita ম’রে যেতে সাধ হয় কবিতা আনিসুল হক

  শাহানা, তুমি গোলাপী জামা প’রে জীবন্ত গোলাপের মতো ক্যাম্পাসে এসো না, আমার খারাপ লাগে।   সখী পরিবৃতা হয়ে মোগল-দুহিতার মতো করিডোরে অমন ক’রে হেঁটো না, আমার খারাপ লাগে।   শাহানা, তুমি চিবুক নাড়িয়ে রাঙা মাড়িতে দুধ শাদা হাতে লালিম…

Read MoreMore jete sadh hoy kobita ম’রে যেতে সাধ হয় কবিতা আনিসুল হক

Tui ki amar dukho hobi lyrics তুই কি আমার দুঃখ হবি – আনিসুল হক

  তুই কি আমার দুঃখ হবি? এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল রুখো চুলে পথের ধুলো চোখের নীচে কালো ছায়া। সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি? তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি? মধ্যরাতে বেজে…

Read MoreTui ki amar dukho hobi lyrics তুই কি আমার দুঃখ হবি – আনিসুল হক

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।