Anubhav bangla kobita poetry : অনুভব – বীরেন্দ্র চট্টোপাধ্যায়
তাহলে সকলি স্তব্ধ! পৃথিবী, আকাশ, নক্ষত্রের
বিছানায় পাশ ফেরা, বাদুড়ের ডানার চিৎকার,
জানালায় মুখ রেখে ফেরারী হাওয়ার দু’দণ্ডের
স্রপ্ন দেখা, শিউলির শিশিরে বিছানা পাতবার
আয়ােজন, সব স্তব্ধ! এমন কি শ্মশানে শিবার
আর কোনাে মুখ নেই ; কোনাে শকুনের চোখ নেই!
তবে কার শবাধার সময়ের নিজের ঘরেই
পরিত্যক্ত পড়ে আছে রক্তহীন বিবর্ণ আত্মার
বিলুপ্তির মতাে এক শূন্য অনুভবের চাদরে
আপাদ-মস্তক ঢাকা? তবে কার শব যাত্রায়
সময় হল না এই পরিত্যক্ত প্রাণের প্রান্তরে ?
নাকি হৃদয়েরই মৃত্যু এইখানে? তােমার আমার
সকলি হয়েছে বলা? নক্ষত্রের, পাখির, ফুলের
তাই আর কথা নেই, তাই আজ ক্লান্ত কুকুরের
প্রেমিকের মতাে আর মন নেই? ফণীমনসার
বুক তাই শূন্য, তাই ত্রিভূবনে সকলি অসার?
Subscribe
0 Comments
Oldest