Mayatoru poem lyrics মায়াতরু কবিতা – অশোকবিজয় রাহা
এক যে ছিলাে গাছ, সন্ধে হ’লেই দু-হাত তুলে জুড়তাে ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠতাে যখন ভালুক হ’য়ে ঘাড় ফুলিয়ে করতাে সে গরগর বৃষ্টি হ’লেই আসতাে আবার কম্প দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার…