Hou dhormete dhir kobita হও ধরমেতে ধীর কবিতা অতুলপ্রসাদ সেন
হও ধরমেতে ধীর হও করমেতে বীর, হও উন্নত শির, নাহি ভয়। ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান,—হবে জয়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান্ ; দেখিয়া ভারেতে মহা-জাতির উত্থান—জগজন মানিবে বিস্ময়!…