Banbhajaner amontron kobita বনভোজনের আমন্ত্রণ – জ্যোতির্ময় দত্ত
এসো গোলাপের গালচে বিছোই
ভিসুভিয়সের গাত্রে
আকাশের তলে পাশাপাশি শুয়ে রই
চন্দ্রবিহীন উষ্কাপাতের রাত্রে
দেখ মনোহর বনভোজনের আয়োজন
ঝর্ণার জলে ভরেছি সুরাই
ডালে ডালে ঘষে জ্বেলেছি আগুন
গুলতির ঘায়ে হত কুকুট-
ঠোঁটে ঠোঁট দাও, হাতে হাত
করো মুঠ –
পেতেছি পাথরে শ্যাওলার পুরু গদি
যদি ছাদ চাও, ঝাউ দিয়ে দেবে ছাই
এসো গোলাপের গালচে বিছোই
এসো গোলাপের পাপড়ি ছড়াই
তোমার স্তনের সুপ্ত গিরির গাত্রে
এক নিশীথের শিশির জমুক
অজর লাভার পাত্রে।
Subscribe
0 Comments
Oldest