Hay mon kobita Bani Niyogi : হায় মন – বাণী নিয়োগী
হায় মন!অসময়ে কেন যে ব্যাকুল হোস্ ?সবেরই ত’ রয়েছে সময় ।নিবিড় নিঝুম রাতনিদ্রিত বিশ্ব চরাচর ।একা তুই জেগে বসেকোন পলাতক প্রেমিকের চিন্তায় বিভোর –যে তোর বিনিদ্র চোখে দিয়ে চুম –এনে দিত ঘুম ?
হায় মন!অসময়ে কেন যে ব্যাকুল হোস্ ?সবেরই ত’ রয়েছে সময় ।নিবিড় নিঝুম রাতনিদ্রিত বিশ্ব চরাচর ।একা তুই জেগে বসেকোন পলাতক প্রেমিকের চিন্তায় বিভোর –যে তোর বিনিদ্র চোখে দিয়ে চুম –এনে দিত ঘুম ?
ভালোবাসা যদি হয়জীবনের এক নাম –কি হবে বা বেঁচে থেকেঅনুভবে তার ছোঁয়াযদি না পেলাম ।
কত কিছু বলার ত’ থাকে ।সব কথা বলা হয় কবে ?ঝরে পাতা পাতার মতনকথা গুলি ঝরে পড়ে যাবে ।কত কথা প্রিয় হ’য়ে ফোটে,হয় মন আনন্দেতে ভরা,সেই প্রিয় কথা গুলি দিয়েজীবনটা হোক তবে গড়া,শুধু ভালবাসা আর শুধু শুভ ভাবনাসকলের তরে হোক…
পাতা গুলো শূন্য হ’লেকেমন দেখায় বলো ।কিছু কথা, কিছু গানে শূন্য – পূর্ণ হ’লো ।“হলো” কি গো ? হবে , হবে । চিন্তা কিছু নাই ।যখন কিছু মনে হবেলিখব বসে তাই ।