Bhalobasa bidesi baul kobita : ভালোবাসা বিদেশী বাউল – রাজলক্ষ্মী দেবী
যতক্ষণ দু’গোলাপ থাকে,
ততক্ষণ ভালোবাসা তোমার দুয়ারে
শানাই বাজাবে।
কিন্তু যেই ঝরে যাবে ফুল,
চলে যাবে ভালোবাসা বিদেশী বাউল।
ততক্ষণ ভালোবাসা তোমার দুয়ারে
শানাই বাজাবে।
কিন্তু যেই ঝরে যাবে ফুল,
চলে যাবে ভালোবাসা বিদেশী বাউল।
“দাঁড়া ভালোবাসা। থেমে থাক্ ভালোবাসা।
ঘর বেঁধে দেব তোকে, দেব দু’ বেলায় ভাত।”
যদি থেমে থাকে, তবে যাবে তার যাত।
তবে সে পাঙক্তেয় হবে সারিভোজনের দলে,
দেখা যাবে তার গলায় চেনা পৈতা ঝোলে।
যতক্ষণ আকাশে সুরভি থাকে,
ততক্ষণ ভালোবাসা স্বলক্ষণ, শুদ্ধ সুরে
শানাই বাজাবে।
তারপরে কেন বাঁধা যাবে ?
ঝরে গেলে বকুল পারুল,
চলে যাবে ভালোবাসা বিদেশী বাউল ।।
Subscribe
0 Comments
Oldest