Bhorot Mondoler ma kobita ভরত মণ্ডলের মা কবিতা জয় গোস্বামী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bhorot Mondoler ma kobita Joy Goswami ভরত মণ্ডলের মা কবিতা জয় গোস্বামী

 

বৃদ্ধা বললেন :

‘আমার এক ছেলে গেছে, আর-এক ছেলেকে নিয়ে যাক

জমি আমি দেব না ওদের ।

এই যে হাত দু’টো দেখছো বাবা…’

ব’লে তার কাঁপা কাঁপা শিরা ওঠা হাত দু’টি উঠিয়ে

দেখালেন : ‘এ দু’টো হাতে খেতের সমস্ত কাজ এতদিন করেছি, এবার

এই হাত দু’টো দিয়েই জমি কেড়ে নেওয়া আটকাব ।

 

মাসীমা, আপনার নেই ইটভাটার অস্ত্রভাণ্ডার

মাসীমা, আপনার নেই সশস্ত্র পুলিশ

মাসীমা, আপনার নেই পুলিশ-পোষাক পরা চটি পায়ে হাজার ক্যাডার

তা সত্বেও এত শক্তি কোথা থেকে পান?

 

তা আমরা জানি না— শুধু এইটুকু জানি

কৃষকজননী হ’য়ে মাঝে মাঝে দেবী দুর্গা আমাদের দেখা দিয়ে যান।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।