Bhorot Mondoler ma kobita ভরত মণ্ডলের মা কবিতা জয় গোস্বামী
বৃদ্ধা বললেন :
‘আমার এক ছেলে গেছে, আর-এক ছেলেকে নিয়ে যাক
জমি আমি দেব না ওদের ।
এই যে হাত দু’টো দেখছো বাবা…’
ব’লে তার কাঁপা কাঁপা শিরা ওঠা হাত দু’টি উঠিয়ে
দেখালেন : ‘এ দু’টো হাতে খেতের সমস্ত কাজ এতদিন করেছি, এবার
এই হাত দু’টো দিয়েই জমি কেড়ে নেওয়া আটকাব ।
মাসীমা, আপনার নেই ইটভাটার অস্ত্রভাণ্ডার
মাসীমা, আপনার নেই সশস্ত্র পুলিশ
মাসীমা, আপনার নেই পুলিশ-পোষাক পরা চটি পায়ে হাজার ক্যাডার
তা সত্বেও এত শক্তি কোথা থেকে পান?
তা আমরা জানি না— শুধু এইটুকু জানি
কৃষকজননী হ’য়ে মাঝে মাঝে দেবী দুর্গা আমাদের দেখা দিয়ে যান।
Subscribe
0 Comments
Oldest