Binimoy Kobita Lyrics Amiya Chakraborty বিনিময় – অমিয় চক্রবর্তী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Binimoy Kobita By Amiya Chakraborty - বিনিময় - অমিয় চক্রবর্তী

 

তার বদলে পেলে –
সমস্ত ঐ স্তব্ধ পুকুর
নীল বাঁধানাে স্বচ্ছ মুকুর
আলােয় ভরা জল –

ফুলে নােয়ানাে ছায়া ডালটা
বেগনি মেঘের ওড়া পালটা
ভরলাে হৃদয়তল-
একলা বুকে সবই মেলে।।

তার বদলে পেলে-
শাদা ভাবনা কিছুই-না-এর
খােলা রাস্তা ধুলাে-পায়ের
কান্না-হারা হাওয়া –
চেনাকণ্ঠে ডাকলাে দূরে
সব হারানাে এই দুপুরে
ফিরে কেউ-না চাওয়া।
এও কি রেখে গেলে।।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।