Bohudin Valobasahin বহুদিন ভালোবাসাহীন কবিতা – মহাদেব সাহা
বহুদিন ভালোবাসাহীন,
বহুদিন উথালপাথাল
বহুদিন কারো হাত পড়েনি কপালে
বহুদিন দুচোখের অশ্রু কেউ মোছায়নি আর;
বহুদিন দূর দ্বীপে বহুদিন একা নির্বাসনে
একফোঁটা দেয়নি তৃষ্ণার জল কেউ
বহুদিন কেউ পাঠায়নি একখানি নীলবর্ণ খাম
বহুদিন ভালোবাসাহীন, বহুদিন এলোমেলো।
বহুদিন বুকের ভেতরে এই খাঁ খাঁ গ্রীষ্মকাল
দীর্ঘ গুমোট
একবিন্দু জল কেউ দেয়নি সস্নেহে
বহুদিন কোনো হাত এই হাতে স্পর্শ করেনি,
বহুদিন শুষ্ক পড়ে আছে এই বুক।
বহুদিন ভালোবাসাহীন,
বহুদিন উথালপাথাল
বহুদিন শোঁ-শোঁ চৈত্রের বাতাস;
বহুদিন একটিও নীলখাম নেই,
একটি হলুদ খাম নেই,
বহুদিন মাথার উপরে নেই কোনো স্নেহ-ছায়া
কারো চঞ্চল চাহনি নেই বহুদিন,
দূর হাতছানি নেই
বহুদিন ভালোবাসাহীন, মাতৃস্নেহহীন।