বলো, ভারতবর্ষ বলো – অজিত বাইরী Bolo Bharatbarsho bolo
শোন ভারতবর্ষ, তাদের কথা শোন—
যারা রেললাইনে ছিন্নভিন্ন হয়ে গেল।
শোন ভারতবর্ষ, তাদের কথা শোন—
যাদের ক্ষুধার পোড়া রুটি
ছড়িয়ে-ছিটিয়ে থাকলো রেললাইনের আশপাশে।
বাড়ি ছাড়া সেইসব পরিযায়ী শ্রমিকদের
কথা শোন, যারা বহুদূরের পথ
পাড়ি দিয়ে ফিরতে চেয়েছিল
স্ত্রী, পুত্র-কন্যা, পরিবার-পরিজনের কাছে।
যারা ফেরার কোন যান না-পেয়ে
হাঁটতে শুরু করেছিল মাইলের-পর-মাইল।
কেউ চল্লিশ, কেউ পঞ্চাশ মাইল।
হেঁটে এসেছিল, তারপর ক্লান্ত হয়ে
ঘুমিয়ে পড়েছিল রেললাইনের উপর।
বোঝেনি এ-পথে দৌড়ে আসবে মৃত্যুদূত
আর ফলের খোসার মতো পিষে দিয়ে যাবে।
চর্তুদিকে ছড়িয়ে-ছিটিয়ে যাবে দেহাংশ—
রক্ত, রক্তের ছোপ এখানে ওখানে
যতটুকু রক্ত অবশিষ্ট ছিল শুকনো শরীরে।
শোন ভারতবর্ষ, শোন তাদের কথা
যারা স্বগৃহে ফেরার প্রার্থনাটুকু
জানিয়েছিল শুধু, তাদের ওইটুকু আর্জি
মঞ্জুর করোনি; অথচ তারা তোমারই
সন্তান, তারা দরিদ্র, তারা নিঃস্ব
পেটের তাগিদে দূর পরবাসী।
বলো তুমি ভারতবর্ষ, তাদেরও কী আত্মজের
মুখ দেখার অধিকার ছিল না? তাদেরও
কী ম-র কাছে ফেরার ছিল না দায়?
এত নিষ্ঠুর তুমি, এত নিষ্করুণ!—
বলো, ভারতবর্ষ বলো।