Damodar Shet (Alpete khushi hobe) দামোদর শেঠ (অল্পেতে খুশি হবে)
অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি?
মুড়কির মোয়া চাই, চাই ভাজা ভেটকি।
আনবে কট্কি জুতো, মট্কিতে ঘি এনো,
জলপাইগুঁড়ি থেকে এনো কই জিয়োনো;
চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি?
চিনেবাজারের থেকে এনো তো করমচা,
কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা;
নাহয় খরচা হবে, মাথা হবে হেঁট কি।
মনে রেখো বড়ো মাপে করা চাই আয়োজন;
কলেবর খাটো নয়, তিন মোন প্রায় ওজন।
খোঁজ নিয়ো ঝড়িয়াতে জিলিপির রেট কী।।
Subscribe
0 Comments
Oldest