দর্পন কবীর

Bashanta noy abohela kobita lyrics বসন্ত নয় অবহেলা - দর্পন কবীর

Bashanta noy abohela poem lyrics বসন্ত নয় অবহেলা – দর্পন কবীর

  বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিলো অবহেলা ভেবেছিলাম, অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত! দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিলো অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি…

Read MoreBashanta noy abohela poem lyrics বসন্ত নয় অবহেলা – দর্পন কবীর

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।