Monglir kotha kobita lyrics মংগলির কথা কবিতা দেবব্রত সিংহ
এই কনটাকটর বাবু এক গেলাস জল হবেক পাথরখাদানে কাজ করছিলম বড় পিয়াস লাগেছে, আমার নাম মংগলি গো মংগলি আমাকে ইখানে সবাই চিনে ওই যে তুমাদে পবনা আছে না উ আমার দাদা লাগে, না না আমার আখন বসার সময় নাই…
এই কনটাকটর বাবু এক গেলাস জল হবেক পাথরখাদানে কাজ করছিলম বড় পিয়াস লাগেছে, আমার নাম মংগলি গো মংগলি আমাকে ইখানে সবাই চিনে ওই যে তুমাদে পবনা আছে না উ আমার দাদা লাগে, না না আমার আখন বসার সময় নাই…
দিনটা ছিল ঈদের দিন খুশির ঈদের খুশির দিন তখন আমার কিশোরীবেলা তখন আমি তেরো কি চোদ্দ, আমার ছোট কাকার মেয়ে সে আমার থেকে অনেক বড় দিল্লিতে কাজ করত কীসব মাঝে সাঝে বাড়ি আসত ঈদের দিনে সে আমাকে মেলা দেখাতে…
যিখানে মাটি লালে লাল কাঁকর লিয়ে গড়াগড়ি যায় একটোপ জলের লাগে মুনিষ কামীন হাঁ করে ক্ষেতের আড়ে জিরায় ঝিঙাফুলা রোদের আঁচে গোরু বাছুর ধুকে মরে ইদিক সিদিক ভাললে পরে হট্টিটি পাখি আর চাতক পাখির সি -টো সি-টো করা সুরে…
কথাটা ত মিছা লয় লালগড়ের জঙ্গলমহলের সবাই জানে ডুমুরগড়্যা, বেণাচাপড়া, বাঁকিশোল,হাতিঘোসা,শালডাঙ্গা মোহনপুর, কলাইমুড়ির জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা উয়ারা, পুলিশ বলে স্বাধীনতা উয়ারা বলে মিছাকথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের উয়ারা বলে মিছা কথা, আমরা গরীব মানুষ…
তখন খুউব ভােরবেলা শিউলি ঝরানাে ভােরবেলা সেই আলাে আঁধারি ভােরে ঝুপড়ি ঘরের আগল খুলে মেয়েকে রেখে বেরুল সে লাইনধারের বস্তি তখনাে ছেড়া মাদুরে ঘুমের ঘােরে এপাশ ওপাশ জায়গাটা শহর শহর নয় মহানগর সাইনবাের্ডে পােস্টারে পােস্টাপিসের পিন কোডে জমির দলিলে…
কেঁদুলির মেলা পেরাই তখেন আমাদে রাঙামাটির দেশে ফাগুনা হাওয়া বইছে, কচি পলাশের পারা রোদ উঠেছে ঝলমলা, সেই রোদ ধুলা পথে কানা বাউলের আখড়াতে যাতে যাতে থমকে দাঁড়ালেক মাস্টর, কিষ্টনগরের সুধীর মাস্টর, বললেক, ‘তুই হরিদাসীর লাতি কানুবাগাল না?’ গোরুবাথানে গোরুপাল…