Deyal kobita written by Helal Hafiz দেয়াল কবিতা – হেলাল হাফিজ
আমি না, আমারও না,
এ দেয়াল তোমার রচনা।
এখন ভাঙার টানে বান বুঝি ডেকেছে অন্তরে!
না না, থিতু হও, যেভাবে আড়ালে আছো
দেয়ালের ওই পাশে ওইভাবে নিরুদ্দেশ রও,
কখনও নাজুক মন উতলা উন্মুখ হলে
আমাকে উদ্দেশ করে না হয় বানিয়ে তুমি
বিরহের টুকটাক কথা কিছু কও।
Subscribe
0 Comments
Oldest