Uro Chithi poem Dibyendu Palit উড়াে চিঠি কবিতা – দিব্যেন্দু পালিত
আসবেই – একদিন না একদিন – ঘুমচোখ কচলে নিয়ে দেখবে হঠাৎ সােনালি রােদ্দুর থেকে উড়ে এসে পড়েছে মেঝেয়! হতে পারে দুঃখ তার সর্বাঙ্গে জড়ানাে হতে পারে শােক – বিদ্ধ করার আগে ঘাতকের অকম্পিত ছুরি। হতে পারে সুখ এক কাপাস তুলাের…