Bharatbarsha kobita Dinesh Das ভারতবর্ষ কবিতা – দিনেশ দাশ
চোখভরা জল আর বুকভরা অভিমান নিয়ে কোলের ছেলের মতো তোমার কোলেই ঘুরে ফিরে আসি বারবার হে ভারত, জননী আমার। তোমার উৎসুক ডালে কখন ফুটেছি কচিপাতার আড়ালে, আমার কস্তুরী-রেণু উড়ে গেছে কত পথে দিগন্তে আকাশে ছায়াপথে, তবুও আমার ছায়া…