Dukher shorik kobita দুঃখের শরিক কবিতা সুনীলকুমার নন্দী
কী তুমি জেনেছ ? এই
ফুল, মালী, কোলাহল, উৎসবের রঙ
দেখে তাকে যা ভেবেছ তাই সব নয়।
দুইয়ে-দুইয়ে চার হওয়া অঙ্কের নিয়মে
তুমি
বাড়িঘর এমন কি তার চুল থেকে পদতল
সমস্ত শরীর
আতিপাতি যতই খোঁজ না কেন,
পেরেছ কি ছুঁতে তার বুকের গভীর, বুক
যে কিনা রেখেছে ধরে
উড়ে-যাওয়া নীল পাখি, ব্যথাময় স্মৃতি, অন্ধকার ?
পারবে না, পারে না কেউ
না-জাগালে সুখ-দুঃখ অনুভবে
রক্তের পরাণকথা, অপূর্ণ যে-দাহ-
তা না-হলে
শিরা-উপশিরা ছেঁড়া দুঃখের শরিক
হতে গিয়ে
ভুলস্রোতে পাড়ি তোলা; ভুলস্রোতে পাড়ি তুলে
কে কার দুঃখের ভার তুলে নিতে পারে !
Subscribe
0 Comments
Oldest