Ek poloker kobita Joy Goswami : এক পলকের কবিতা – জয় গোস্বামী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তাকিয়েছিলে। সে-তাকানাের তুলনা হয় ?

সুড়ঙ্গের মধ্যে যেন
আলাে বেরােয়

এখনাে এত জ্বরের ঘোর ?
জানতাম না, ঝনাচোর !

তাকিয়েছিলাম। এর চে’ বেশি
কী বলব আর!

এক শহরের প্রতিবেশী

সুযােগ রইল দেখা হবার !

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।