Ek sringa osho kobita : এক শৃঙ্গ অশ্ব – অর্চনা আচার্যচৌধুরী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

খিড়কি খোলা একলা আমি পুকুর পাড়ে-
জলের নিচে শালুক ভরা টুকরো আকাশ,
শূন্যে চিল, পাক খাওয়া চিল, কালোবিন্দু,
চতুর্দিকে নিবিড় বন শান্ত ছবি ।

হলুদ ক্রোটন, আগুন বাগান, আমরা দুজন,
লালডোরা প্যান্ট, বুশশার্ট, বন্ধু সেই
নিষিদ্ধ ফল, নিষিদ্ধ ফল, কাঁপছি আমি,
ঝাউয়ের ছায়ায় আমার শরীর অনির্বাণ ।

গীতিনাট্যে স্বপ্নে আমার নেচেছিলো
লম্বা নাক রঙিন এক মুখোশ এঁটে
প্রিয়তম বন্ধু আমার, স্বপ্নে দেখা;
দুলছে জলে তার সে ছবি কী অদ্ভুত ।

ভাঙা আয়না, কুচ্ছিৎ মুখ টুকরো টুকরো
নিরাপরাধ আমার মুখ কৈশোরের
স্বর্গছবি, গুপ্তবিষ, গুপ্তবিষ,
একশৃঙ্গ পুরুষ তোমার মৃত্যু হোক ।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।