Ekadoshi poem Debabrata Singha একাদশী কবিতা – দেবব্রত সিংহ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Ekadoshi kobita poem lyrics একাদশী কবিতা - দেবব্রত সিংহ

 

তখন খুউব ভােরবেলা

শিউলি ঝরানাে ভােরবেলা

সেই আলাে আঁধারি ভােরে

ঝুপড়ি ঘরের আগল খুলে মেয়েকে রেখে বেরুল সে

লাইনধারের বস্তি তখনাে ছেড়া মাদুরে

ঘুমের ঘােরে এপাশ ওপাশ

জায়গাটা শহর

শহর নয় মহানগর

সাইনবাের্ডে পােস্টারে পােস্টাপিসের পিন কোডে

জমির দলিলে পার্টির দালালে

প্রমােটারে ফ্ল্যাটবাড়িতে

জায়গাটা কলকাতা

নিউটাউনের নিউ কলকাতা।

 

লাইনধারে হাঁটতে হাঁটতে যেমন যায়

তেমনি করে সেদিনও সে পেরিয়ে গেছিল খালপাড়

কত আর বয়স তেইশ কি চব্বিশ

নেহাতই কমবয়সী

তবু ফ্ল্যাটবাড়ির কলপমাখা বৌদিমণিরা সবাই তাকে ডাকে

কাজের মাসি

আসলে তার নাম একাদশী

বউ ঠেঙানাে সােয়ামী সতীন ঘর গেরস্থি ছেড়ে

সুন্দরবনের বনবাদাড় নদী নালা ভেঙে

একদিন এক ফাগুন মাসের জ্যোৎস্নারাতের রাত দুপুরে

কি জানি কি করে

পালিয়ে এলাে সে পরপুরুষের ভালবাসার হাত ধরে

তারপর লাইনধারে ঝুপড়ি ঘরে বছর না ঘুরতেই

নীলরতনে খুকি হলাে

তখন ভালােবাসার কালাে ভ্রমর নতুন আরেক ফুলের খোঁজে

হঠাৎ একদিন উড়ে গেল

পোড়াকপালে একেই বলে বিধিলিপি

এ কপালকে না দুষে সব স‌ইলে একাদশী

শ্যামলাবরণ মায়ের কোলে

আলােবরণ কচি মেয়ের হাসি।

 

কে যেন বলল তাকে

তুই ছিলি একাদশী এ হবে পূর্ণিমা

একদিন তাই হবে

এই ভেবে ভেবে

ফ্ল্যাটবাড়িতে বাসনমেজে ঘরমুছে

দেখতে দেখতে একদিন এক রোদসকালে

খুকির চুলে রিবন বেঁধে

পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে

তাকে ইসকুলে দিলে পাঠিয়ে একাদশী

তারপর ঐটুকুন এক একরত্তি মেয়ে

এক্কা দোক্কা খেলার মতন

এক্লাস থেকে সেক্লাসে

লাফাতে লাফাতে চললে এগিয়ে

সবে সহজপাঠের শেষে সে যখন ধরলে কিশলয়

পড়শীরা বলল, ‘আমাদের খুপড়ি ঘরের মেয়েদের

এত লেখাপড়া করে হবে টা কি শুনি’

ফ্ল্যাটবাড়ির রোজগেরে গিন্নিরা

একে একে ডেকে বললে,

‘ও একাদশী তোমার এই ফুটফুটে মেয়েটাকে

দাও না গো

খাওয়া দেব পরা দেব

টাকাপয়সা সব দেব

কজের মধ্যে কাজ শুধু

রিমােট হাতে টিভি দেখবে আর

বাচ্চা কাঁদলে ঘুম পাড়াবে

দোলনাতে দোল খাওয়াবে’,

 

কানে একটু খাটো একাদশী

তবু এসব খাটো কথায় কান দেয়নি সে

এ বাড়ি ও বাড়ি গায়ে গতরে খেটে খুটে

সকাল সন্ধ্যে মেয়ের পড়ার টিউশন দিয়ে

পুর্ণিমা দেখার স্বপ্নটাকে নষ্ট করেনি সে।

 

ও একশী

তোর এত কষ্টের স্বপ্নটাকে

এই শিউলি ঝরানো ভোরে

কারা দিয়ে গেল নষ্ট করে

ঐ টুকুন ফুলের মতন শিশুর শরীর

সে শরীরের পাপড়ি ছিড়ে ফালাফালা করে

বিবস্ত্র করে

রক্তাক্ত করে

ফেলে দিয়ে গেল কোন শকুনের দল?

কোথায় সান্তনা দেবে তা নয় 

ঠোঁট উল্টে পড়শিরা দিলে উপদেশ

‘কেন বাপু একলা ঘরে অত ভোরে

মেয়েকে ফেলে কাজে যাওয়া

যা দিনকাল পড়েছে আজকাল

মেয়ে বড় হলে অমন বেহুঁশ হলে চলে’

বলতে বলতে থানা পুলিশ

বলতে বলতে ক্যামেরা কাঁধে মিডিয়া

খানিক পরে বস্তিবাসীর রক্ষাকর্তা

মহানাম্য পুরপিতা পুরমাতা

পার্টির নেতা

‘ও একাদশী তুই কিছু বল না লো ছুড়ি

লাশ নিয়ে যায় পুলিশে

তুই কিছু বল না

মুখ দিয়ে কোন রা নাই

চোখ দিয়ে কোন জল নাই

আমাদে বস্তির ঘরে এমন ঘটনা রােজ-ই ঘটে

তার জন্য এমন পাষাণী হলে চলে।’

 

সেদিন সন্ধ্যাবেলা আলো জ্বলল না রাস্তার মােড়ে

সেদিন সন্ধ্যাবেলা অন্ধকার

সে এক বিকট আন্ধকার

গোটা নিউটাউন জুড়ে বিদ্যুৎ বিকলের সর্বগ্রাসী অন্ধকার

রাত বাড়লে

বাড়িউলির বারাে ঘর এক উঠানের

টালির খাপরার চালে

কদম গাছের ডালে ডালে

জোনাকীরা এলো উড়ে

তারা বললে

‘ও একাদশী

তুই অমন করে মাটিতে উবু হয়ে পড়ে কেনে

বনে বাদাড়ে জলে জংগলে বাঘের সংগে লড়াই করা মানুষ তোরা

সেখানে কটা হায়নার ডরে পড়ে থাকলে চলে।’

 

তখন কী যে হল

ধড় ফড় করে উঠে বসল, সে

তখন কী যে হল

রুখু চুলের মাথার ভিতরে

লাখে লাখে ঝি ঝি ডাকতে লাগল

সে মরনখাওকী ডাকে কাঁপতে কাঁপতে

সাপুড়ের ঝাঁপি থেকে ছাড়া পাওয়া গোখরাের মতন

ফুঁসে উঠল সে

তারপর অন্ধকার ঘরে সারা ঘর হাতড়ে

কী যেন খুঁজতে লাগল

হতে ঠেকল না কিছুই

লােহার বঁটিটা ছিল পড়ে

সেটাকেই হাতিয়ার করে হাতে তুলে নিয়ে দাঁড়াল সে

আশপাশের টালির খাপরায় পড়শিদের নাকডাকানি ঘুম

তার অদূরে নিশ্চিন্তে ঘুমের ঘােরে

বৌদিমণিদের সারি সারি ফ্ল্যাটবাড়ি

এর মাঝে এক তীব্র ঘেন্নায়

মুখ দিয়ে খুতু ছেটাতে ছেটাতে

সে খুলে ফেললে কাপড় চোপড়

একে একে দূর করে ছুঁড়ে দিলে শাড়ি ব্লাউজ সব

তারপর এই অন্ধকার মহানগরীতে

এলাে চুলে

ধকধকে দুচোখে আগ্নেয়গিরি জ্বেলে

হাতিয়ার হাতে

জানােয়ার খুঁজতে বেরুলে উলংগ একাদশী।

 

মাননীয় গণ

মহানগরীর গলিপথে বা রাস্তায় প্রকাশ্য দিনের বেলায়

অথবা ঝলমলে নিয়ন আলােয়

কৃষ্ণকায় নগ্ন এই নারীর সঙ্গে দেখা হলে

দোহাই আপনাদের

ওকে আপনারা পাগলী বলে ডাকবেন না

ওকে আপনারা পগলী বলে ডাকবেন না।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।