Ekhane nakhatra vore kobita এখানে নক্ষত্রে ভ’রে – জীবনানন্দ দাশ
এখানে নক্ষত্রে ভরে রয়েছে আকাশ,
সারা দিন সূর্য আর প্রান্তরের ঘাস;
ডালপালা ফাক ক’রে উঁচু-উঁচু গাছে
নীলিমা সিঁড়ির মতো সোজা, আঁকাবাঁকা হ’য়ে আছে
যে যাবে- যে যেতে পারে তার; নিচে রোদের ভিতরে
অনেক জলের শব্দে দিন
হৃদয়ের গ্লানি ক্ষয় কালিমা মুছায়ে
শুশ্ৰুষার মতো অন্তহীন ।
Subscribe
0 Comments
Oldest