Breakdown bus e kobita ব্রেকডাউন বাসে – ফণিভূষণ আচার্য
তুমি ঘৃতকুমারী পাতায় আমাকে দুচোখের জল ভিক্ষে দেবে বলেছিলে। শেয়ালের চোখে তুমি পুষে রেখেছিলে ভয় রক্তাক্ত কাদায় তুমি বসিয়ে দেবে বলেছিলে শ্বেত গোলাপের চারা আমি ব্রেকডাউন বাসে টিকিট কেটে ওয়ার্ল্ড-ট্যুরে বেরিয়ে পড়েছি পকেট ফুটো নিজের দুঃখের ওপর বসে আছি নিজস্ব…