Golpo Bola poem Sukumar Roy গল্প বলা (কবিতা) – সুকুমার রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

“এক যে রাজা’– “থাম না দাদা,
রাজা নয় সে, রাজ পেয়াদা।”
“তার যে মাতুল”- “মাতুল কি সে?
সবাই জানে সে তার পিসে।”
“তার ছিল এক ছাগল ছানা”
“ছাগলের কি গজায় ডানা?”
“একদিন তার ছাতের ‘পরে” –
“ছাত কোথা হে টিনের ঘরে?”
“বাগানের এক উড়ে মালী”–
“মালি নয়ত? মেহের আলি”
“মনের সাধে গাইছে বেহাগ”—
“বেহাগ তাে নয় ? বসন্ত রাগ।”
“থও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি”—
“আচ্ছা বল চুপ করেছি।”
“এমন সময় বিছনা ছেড়ে,
হঠাৎ মামা আসল তেড়ে,
ধরল সে তার ঝুঁটির গোড়া-
“কোথায় ঝুঁটি ? টাক যে ভরা।”
“হােক না টেকো তাের তাতে কি?
লক্ষ্মীছাড়া মুখ্যু ঢেঁকি!
ধরব ঠেসে টুঁটির ‘পরে,
পিটব তােমায় মুণ্ডু ধরে–
কথার উপর কেবল কথা,
এখন বাপু পালাও কোথা?”

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।