Guhachitro kobita Pinaki Thakur : গুহাচিত্র – পিনাকী ঠাকুর
কথার মাঝখানে এসে যখন প্রিপেড ফাঁকা, আর কোনওদিন
যে কথা বলার নয় সেই কথা বলাও হল না !
মাসের মাঝখানে এসে যখন পকেট ফাকা, মাংসের দোকানে
কী লম্বা লাইন, ভাবি মানুষের সঙ্গমক্ষমতা…
যে কথা বলার নয় সেই কথা বলাও হল না !
মাসের মাঝখানে এসে যখন পকেট ফাকা, মাংসের দোকানে
কী লম্বা লাইন, ভাবি মানুষের সঙ্গমক্ষমতা…
শহর আমাকে রােজ ফিরিয়ে দিয়েও টেনে নেয়
প্রতিদিন ভােরবেলা গর্ভে তার ক্যেবল, পাইপ, স্যুয়ারেজ…
অ্যাসফল্টে ঢাকা যােনি, স্তনে আঠা, এখনও কুমারী!
ফুটপাথে শুয়ে দেখবে টাটা সেন্টারের ছাদে চাঁদ…
কথার মাঝখানে এসে যখন প্রিপেড ফাকা, মাথা অন্ধকার,
যে কথা বলার নয় কয়লা দিয়ে এঁকে যাচ্ছি আজ;
“তােমার শ্রীঅঙ্গটিকে স্বপ্নে আমি ‘দিদি’ ডাকতাম”।
Subscribe
0 Comments
Oldest