হনিমুনে বাঘ ডাকে – তুষার রায়
শাল পিয়ালের সঙ্গে জারুলে জটিল বন
জ্যোৎস্না ও কুটির গন্ধে ভরা টিলা
তোমার সিঁথির মতো বীথিপথে টানা ড্রাইভে এখানে এলাম
মণিকা তোমায় নিয়ে হনিমুনে, মণি তুমি-তুমি
একটু হেলাও গ্রীবা রেণু রেণু জমে-ওঠা ঘাম নেবো চুমি
টপ গীয়ারেতে দ্যাখো স্টিয়ারিং ছেড়ে আমি জড়িয়ে ধরেছি
এখন আবেশ নিয়ে বেল এয়ার যায় যদি খাদে চলে যাক
অতল আঁধারে যদি এই প্রেম পেট্রোলে যায় জ্বলে যাক
হঠাৎ ঝর্ণা দেখে তুমি নেমে গেলে
গলে গলে ঝরে পড়ছে চাঁদ, ঠিক এসময় ডেকে উঠলো
বিবাগী সম্বর কোনো, আর ঠিক সে সময়ে
জেগে উঠলো দূরের পাহাড় থেকে বিরহী বাঘের ডাক গম্ভীর
কে খুঁজছে বাঘ নাকি বাঘিনী, কাকে মণিকা না আমি
কে কার যোগ্য ভাবি বাঘের মণিকা, নাকি আমি বাঘিনীর
বনের গভীরে চলো, মণি তুমি যাও বাঘের যোগ্যা তুমি
আমারো ইচ্ছা হয় ছুটে যাই, গুহার গভীরে গিয়ে
বাঘিনীর রোমশ শরীর মেখে শুই ।