হারপুনের টানে – তুলসী মুখোপাধ্যায়
একেকজন রমণী যেন
হারপুন ছুঁড়ে মারে তাক করে ;
পিপাসায় শরীর জলে যায়
মনে হয়, উড়ে যাই
মনে হয়, পুড়ে যাই–
ভস্ম হয়ে শুয়ে থাকি
তার সেই রমণীর গভীর গোপনে।
একেকজন প্রতিমা যেন
হারপুন ছুঁড়ে টানে উজ্জ্বল আঁধারে :
‘যৌবন’ ‘যৌবন’ বলে।
আমি আর্তনাদে আকাশ ফাটাই :
বেশ কিছু ঝাপসা দূরে
দ্বিতীয়ার চাঁদের মতো
যৌবন ঝুলে থাকে অন্ধকার খাঁখাঁ বাঁশবনে।
নিশুতি রাত্তিরে
পবিত্র প্রেমিক আমি —
বিছানায় ঝাপ মারি বিশুদ্ধ রমণে’!
Subscribe
0 Comments
Oldest