Hashir bajna kobita Sunil Basu হাসির বাজনা – সুনীল বসু
সবুজ হাসিকে পিতল কাঁসার মতন বাজিয়ে
বাজিয়ে বাজিয়ে
ছুঁড়ে ফেলে দিলো মেয়েটি দারুণ লাল গোধুলিতে
এক সার ঘোড়া ক্ষেপে ছুটে গেল ধুলোকে উড়িয়ে
যেন ডুগডুগি জোরে বেজে গেল মরুর বালিতে
অশ্বক্ষুরের ধাক্কায় ধুলো ছাই-রঙ ফুল
দিগন্তে হল, বিশাল মাঠের মধ্যে মেয়েটি
হা হা করে হাসে পিতল-কাসার শব্দ ফুটিয়ে
শেষ রোদে তার দেহ ঝলসালো, অস্ত্র যেমন
দস্যু তাতার খোপার ঝাপির সাপগুলো ক্রোধে।
মুঠো করে ধরে ছিনিমিনি খেলে ছেড়ে দিল তার
পিঠের উঠোনে, তখনো মেয়েটি হাসির গমকে
গমকে গমকে
বিদ্রোহ তার আছড়ে দিচ্ছে দস্যুর কানে।
চোখের মধ্যে ধ্বক্ করে এক আগুন ফুটলো,
লুঠ করা দেহে
মেখে যেতে থাকে বিষে নীল হাসি, মুচড়ে মুচড়ে
মেয়েটি ঘুমের ঢাকনা খুলল, ভিতরে পাতাল
তাতার দস্যু তখনো শুনছে হাসির বাজনা
হা হা হা হা হাহা হাসির বাজনা
হাসির আঘাতে ভেঙে চুরমার, মৃত্যুর হাসি।
পিতল-কাঁসার মতন মেয়েটি হাসলো চুটিয়ে
তাতার দস্যু বোকা বনে গেছে, ভেড়া বনে গেছে।
মেয়েটি উধাও –
হাসির অস্ত্র সশব্দ ক্রোধে বাজিয়ে বাজিয়ে
বাজিয়ে বাজিয়ে –