Helespont kobita poem : হেলেসপন্ট – অর্চনা আচার্যচৌধুরী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তুমি তো বলতে আমি নাকি ভুলবোই
ঝিনুকের ভাঁজ বারবার আজ খুলে দেখি;
গৈরিক জলে ঘুরপাক খায় বটের পাতা,
সিঁড়ির চাতালে স্তব্ধ দুপুর পাশে কেউ নেই ।

আমার ওষ্ঠে হাত রেখে তুমি বলেছো সেদিন;
সায়নারা তুমি বিশ্বাস রেখো আমার প্রেমে ।
পার হবো আমি তোমার জন্য হেলেসপন্ট ,
লিয়েন্ডারের মতোই কঠিন আমার প্রেম ।
আমি প্রমিথ্যুস আনবো আগুন স্বর্গ থেকে-
ভুলিনি তো আজও তোমার সে-সব প্রতিশ্রুতি ।

তিন সমুদ্র লেহন করছে পাহাড়তলী,
হীরের ঝলকে কুমারী কন্যা শুচিস্মিতা ,
সুদূর প্রাচ্য হাতছানি দেয়, জেট ধরো তুমি ,
জাপানী মেয়ের আলিঙ্গন বিস্মরনের লীথি ।
তোমার শপথ ঘুরছে এখন ঘাটের রানায় –
পুরুষের মন যেন আবহাওয়া বড়ই খেয়ালি ।।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।