Hothat hawa kobita Budhadeb Basu : হঠাৎ হাওয়া – বুদ্ধদেব বসু
শীতের মাঝে হঠাৎ এলাে দক্ষিণের হাওয়া,
সকালবেলায় ঘুম ভেঙে যায় কিসের স্বপ্ন দেখে-
সমস্ত রাত ঘুমের মধ্যে উন্মনের হাওয়া।
ঘুমের রাজপ্রাসাদ ভরে মর্মরের সিড়ি
সেথায় শত শ্বেতচরণ করছে আনাগােনা,
শ্বেতমণির দ্যুতি বিলায় ক্ষণপ্রকাশ উরু,
বুকের মধ্যে লাগে এসে কঙ্কণের কোনা।
সকালবেলায় ঘুম ভেঙে যায় ব্যথার কলরােলে।
সমস্ত রাত ঘুমের মধ্যে অলস ভাবনাগুলি
ঘূর্নি হাওয়ায় এলােমেলাে শুকনাে পাতার মতাে
ঘুমের রাজপথের ‘পরে বসন্তের স্রোত।
ঘূর্নি হাওয়ায় এলােমেলাে কল্পনার কণা।
সমস্ত রাত পাতার মতাে বুকের ‘পরে ঝরে,
সমস্ত রাত ঘুমের মধ্যে চুম্বনের হাওয়া,
সকালবেলায় ঘুম ভেঙে যায় ব্যথার আলােড়নে।
Subscribe
0 Comments
Oldest