Hou dhormete dhir kobita হও ধরমেতে ধীর কবিতা অতুলপ্রসাদ সেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bengali Poem, Hou dhormete dhir kobita lyrics written by Atul Prasad Sen বাংলা কবিতা, হও ধরমেতে ধীর লিখেছেন অতুলপ্রসাদ সেন।

 

হও ধরমেতে ধীর হও করমেতে বীর,

হও উন্নত শির, নাহি ভয়।

ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান,

সাথে আছে ভগবান,—হবে জয়।

নানা ভাষা, নানা মত, নানা পরিধান,

বিবিধের মাঝে দেখ মিলন মহান্ ;

দেখিয়া ভারেতে মহা-জাতির উত্থান—জগজন মানিবে বিস্ময়!

তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ,

হতে পারি দীন, তবু নহি মোরা হীন!

ভারতে জনম, পুনঃ আসিবে সুদিন—ঐ দেখ প্রভাত-উদয়!

ন্যায় বিরাজিত যাদের করে, বিঘ্ন পরাজিত তাদের শরে ;

সাম্য কভু নাহি স্বার্থে ডরে—সত্যের নাহি পরাজয়।।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।