পার্শ্ববর্তিনী সহপাঠিনীকে – হুমায়ুন কবীর
কী আর এমন ক্ষতি যদি আমি চোখে চোখ রাখি পদাবলী পড়ে থাক সাতশে জুলাই বহুদূর এখন দুপুর দ্যাখাে দোতলায় পড়ে আছে একা চলাে না সেখানে যাই। করিডােরে আজ খুব হাওয়া বুড়াে বটে দু’টো দশে উড়ে এলাে ক’টা পাতিকাক। স্নান কি…