Janani janmabhoomi kobita lyrics জননী জন্মভূমি – সুভাষ মুখোপাধ্যায়
আমি ভীষণ ভালোবাসতাম আমার মা-কে
– কখনও মুখ ফুটে বলিনি।
টিফিনের পয়সা বাঁচিয়ে
কখনও কখনও কিনে আনতাম কমলালেবু
– শুয়ে শুয়ে মা-র চোখ জলে ভরে উঠত
আমার ভালোবাসার কথা
মা-কে কখনও আমি মুখ ফুটে বলতে পারিনি।
হে দেশ, হে আমার জননী –
কেমন করে তোমাকে আমি বলি।
যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি –
আমার দু-হাতের
দশ আঙুলে
তার স্মৃতি।
আমি যা কিছু স্পর্শ করি
সেখানেই,
হে জননী,
তুমি।
আমার হৃদয়বীণা
তোমারই হাতে বাজে।
হে জননী,
আমরা ভয় পাই নি।
যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবহা বাড়িয়েছে
আমরা তাদের ঘাড় ধরে
সীমান্ত পার করে দেব।
আমরা জীবনকে নিজের মতো করে
সাজাচ্ছিলাম –
আমরা সাজাতে থাকব।
হে জননী,
আমরা ভয় পাই নি।
যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে
আমরা বিরক্ত।
মুখ বন্ধ করে,
অক্লান্ত হাতে –
হে জননী,
আমরা ভালোবাসার কথা বলে যাব।।