Lohar batha poem lyrics লোহার ব্যথা কবিতা – যতীন্দ্রনাথ সেনগুপ্ত
ও ভাই কর্মকার– আমাকে পুড়িয়ে পিটানাে ছাড়া কি নাইকো কর্ম আর? কোন্ ভােরে সেই ধরেছ হাতুড়ি, রাত্রি গভীর হ’লো, ঝিল্লীমুখর স্তব্ধ পল্লী, তােলো গাে যন্ত্র তােলো। ঠকা ঠাঁই ঠাঁই কাঁদিছে নেহাই, আগুন ঢুলিছে ঘুমে, শ্রান্ত সাঁড়াশি ক্লান্ত ওষ্ঠে আলগােছে…