কালীপ্রসন্ন ঘোষ

Paribo na ekothati bolio na ar kobita পারিব না এ কথাটি বলিও না আর কবিতা

Paribo na ekothati bolio na ar পারিব না এ কথাটি বলিও না আর কবিতা

  ‘পারিব না’ একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার।   পারিবে না বলে মুখ করিও না ভার, ও…

Read MoreParibo na ekothati bolio na ar পারিব না এ কথাটি বলিও না আর কবিতা

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।