Ami jani na kobita Kamlesh Sen আমি জানি না – কমলেশ সেন
এখানে জীবন পাতাঝরা গাছের মতাে। তবু মানুষ দখল নিতে চায় বাপ-দাদার চাষ করা জমির ওপর। জমি যে কি জিনিস তা জমি থেকে উৎখাত চাষীরাই জানে। একফালি জমির জন্যে জান কবুল-করা কোন চাষীর কাছেই তেমন কোন ব্যাপার নয়। চোখের ওপর…