Kathputli kobita Pinaki Thakur : কাঠপুতলি – পিনাকী ঠাকুর
ঘামতেল মাখা প্রতিমার মতাে মুছিয়েছি ওই কপালের ঘাম
একদিন তােকে বুঝিয়ে দিয়েছি এ দুটো কাব্য ওইটা নাটক
পাগল হাওয়ার সামনে দাড়িয়ে পদ্মপাতায় শিশির আমরা
দেখতে পেয়েছি স্কুল ছুটি হওয়া ছেলেদের মতাে হাত ধরাধরি
ঢেউ ছুটে এলে পায়ের নীচের জমে থাকা বালি সরে সরে যায়।
একদিন তােকে রাগিয়ে দেখেছি কী যে সুন্দর ফোলা ঠোট তাের
আলতাে ছোঁয়ায় শুষেছি কান্না, যত রাগ, হাসি, যত অভিমান,
শিশুদের মতাে দুধের গন্ধ অধরে ওষ্ঠে লেগে আছে কেন?
বনের ছায়ায় মন্দির ছিল, বন কেটে আজ টাউন হয়েছে
কুড়ি ফুট নীচে পাতালেশ্বর ঘুমন্ত শিব, জাগাস না ওকে!
রক্তে মিশেছে মহুয়ার নেশা, বাজে বকছি না, রাত কত হল ?
আজ রাত্রির সময় স্তব্ধ, আকাশ মেঘলা, বৃষ্টি হয়নি।
সারারাত জাগা সমুদ্র, তার ডাক শুনে তুই বেরিয়ে এলেই
দাত দিয়ে তাের, ঠোট দিয়ে তাের, জিভ দিয়ে তাের…
যতই চেঁচাস আজ ছাড়ব না!