Chorui pakhir chana kobita lyrics চড়ুই পাখির ছানা কবিতা
মস্ত বড় দালান-বাড়ির উই-লাগা ঐ কড়ির ফাঁকে ছোট্ট একটি চড়াই-ছানা কেঁদে কেঁদে ডাক্ছে মা’কে। ‘চুঁ চা’ রবে আকুল কাঁদন যাচ্ছিল নে’ বসন-বায়ে, মায়ের পরান ভাবলে-বুঝি দুষ্ট ছেলে নিচ্ছে ছা-য়ে। অম্নি কাছের মাঠটি হতে ছুটল মাতা ফড়িং মুখে, স্নেহের আকুল…