Kemon premik tumi kobita lyrics কেমন প্রেমিক তুমি আসাদ চৌধুরী
কেমন প্রেমিক তুমি
কেমন প্রেমিক তুমি শুধু নাম শুনে
শুধু নামে
নিঃশ্বাসে গরম হতে থাকে,
দু’নয়ান থেকে
ঝর্নার প্রবল ধারা নামে?
নিজ চোখে আমি তো দেখেছি।
রিসালাতের সড়ক ধরে
পথে-পথে চরণের ক্ষতে
কতো যে রঙিন পুষ্প জন্ম নিলো।
সিজদায়, নিবিড় ধ্যানে—
আলাপে, প্রলাপে, ইশারায়, আভাসে-ইঙ্গিতে
যা পেয়েছ দিয়ে গেলে
দু’হাত উজাড় করে হাতেমের মতো।
যে খোঁজে তোমাকে নিত্য, সেই তুমি
ছুটে যাও তার দিকে, সে পালায়
রহস্যের মায়াবী পর্দায়।
কী দক্ষ অনুবাদক, আমার মনের যতো কথা
এইভাবে বলে গেলে,
জানলাম ঝরার পরে, হায় ।
তোমার অমল পক্তি ডান থেকে শুরু,
তোমার স্নেহের ধন
বাম দিকে বর্ণমালা গেঁথে-গেঁথে
রাঢ়ে-বঙ্গে গৌড়জনে দিলো উপহার।
বাড়ির এতোটা কাছে ছিল এই
আরশিনগর?
যদি জানতাম আগে
আমায় তোড়ায় এই ফুল
ছড়াতো আলোক।