Keno jeno sore jao kobita : কেন যেন সরে যাও – বিনয় মজুমদার
কেন যেন সরে যাও, রৌদ্র থেকে তাপ থেকে দূরে।
ভেঙে যেতে ভয় পাও; জাগতিক সফলতা নয়,
শয়নভঙ্গির মতাে অনাড়ষ্ট স্বকীয় বিকাশ
সকল মানুষ চায়-এই সাধনায় লিপ্ত হতে
অভ্যন্তরে ঘ্রাণ নাও, অযুত শতাব্দীব্যাপী চেয়ে
মস্তিষ্কে সামান্যতম সাধ নিয়ে ক্লিষ্ট প্রজাপতি
পাখাময় রেখাচিত্র যে-নিয়মে ফুটিয়ে তুলেছে
সে-নিয়ম মনে রাখাে; ঢেউয়ের মতােন খুঁজে ফেরাে।
অথবা বিম্বের মতাে ডুবে থাকো সম্মুখীন মদে।
এমনকি নিজে নিজে খুলে যাও ঝিনুকের মতাে,
ব্যর্থ হও, তবু বালি, ভিতরে প্রবিষ্ট বালিটুকু
ক্রমে-ক্রমে মুক্তা হয়ে গতির সার্থক কীর্তি হবে।
শয়নভঙ্গির মতাে স্বাভাবিক, সহজ জীবন
পেতে হলে ঘ্রাণ নাও, হৃদয়ের অন্তর্গত ঘ্রাণ।
Subscribe
0 Comments
Oldest