Keno voy dekhale kobita কেন ভয় দেখালে? কবিতা – তারাপদ রায়
তুমি আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছিলে,
তুমি আমাকে বুঝিয়েছিলে
আকাশ একদিন হীরেমন পখির চোখের মত
নীল, ঝকঝকে ;
দূর থেকে লুকিয়ে দেখতে হয় সেই আকাশকে,
না হলে নীল কাঁচ ঝন ঝন করে ভেঙ্গে যায়।
তুমি শিখিয়েছিলে,
রেশমের চাদরে মুখ ঢেকে দেখতে হয় স্বপ্ন,
না হলে স্বপ্নে নীল কাঁচ ঝন ঝন করে ভেঙ্গে যায়।
সারা জীবন আমি ভয় পেয়েছি;
কখন ঝন ঝন করে বেজে উঠবে
ভাঙ্গা কাঁচের জল তরঙ্গ।
সারা জীবন আমি চাদরে মুখ ঢেকে লুকিয়ে
স্বপ্ন দেখেছি ;
সারা জীবন আমি গাছপালার আড়াল থেকে
নীল আকাশ দেখেছি।
কিন্তু কোথায় সেই ভাঙা কাঁচের ঝনঝন শব্দ
যা চুরমার করে দেবে?
বলো, হে অমোঘভাষিনি, তুমি বলো,
কেন সারা জীবন আমাকে মিথ্যে ভয় দেখালে?
Subscribe
0 Comments
Oldest