Khajna kobita Ajit Bairi খাজনা কবিতা অজিত বাইরী
দলিলে সব নিকা আছে, দেখে দেন গো বাবু
খাজনা মুকুব হবে কিনা!
কোঁচড়ে কি এনেছিস? ঘুস নিই না,
তা ব’লে তো এমনি এমনিও হয় না।
বড় গরীব গো, বাবু, নুন আনতে পান্তা ফুরোয়
তোমরা বাবুলোক, বড় লোক, দেখে দেন গো বাবু, দেখে দেন
খাজনা মুকুব হবে কিনা? জলে নামি গো বাবু
কলমি তুলি, গায়ে হেলে দুলে ওঠে সাপ
কোমরে জড়ায় ঢ্যামনা।
ঘুস নিই না; কিন্তু দিবি, কিছু ভেট তো দিবি।
ঘরেতে আছে একখানি ঘড়া, ছেঁড়া কাঁথা, আধফালি
কাপড় যা আছে পরনে।
কিছু দিবার নাই গো বাবু
তুই, তুই-ই তো আছিস;
মহাজনের মত তোর ওই দেহের জমিন
তাও দিবি না?
Subscribe
0 Comments
Oldest