Khobor kobita খবর কবিতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
রোদের মধ্যে ছাতার দোহাই। শুধরে নেওয়া ভুলটাকে।
শহর,তোমার খবর শোনাও। ফুটেছে ফুল, বৈশাখ?
ভিড় বাসে মন বাদুড়ঝোলা,একধারে চোখ গন্ধচোর
সবার কাছেই ডাক পাঠিয়ে চাইছি সাড়া একলা তোর।
থেকেছি সই কষ্টে অনেক, রেখেছি বই কোন তাকে
শহর, তোমার খবর শোনাও। ফুটেছে ফুল, বৈশাখ?
তা ধরে নিই পাটিগণিত, মাটিতে কার ছাপ খোঁজে
তোমার এত দূরত্ব সয়? একটু নিজের ভাববো যে,
পাই না উপায়। মন বলে, সায় বিলিয়ে দেবো আর কাকে?
হৃদয়,তোমার খবর শোনাও। ফুটেছে ফুল, বৈশাখ?
Subscribe
0 Comments
Oldest