Khondita kobita Sankha Ghosh খণ্ডিতা (কবিতা) – শঙ্খ ঘোষ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
আশ্বাসে-সংশয়ে জীর্ণ আন্দোলিত অপরূপ এ-আমার দেশে দেশে ঘুরে
আমি যদি পথে পথে একমুঠো বাঁচবার মতো প্রাণ খুঁজে খুঁজে ক্লান্ত হই
তখন তোমার চোখ একা একা আকাশের মতো ম্লান কেঁপে
মেঘে মেঘে বুক ভরে তপস্যার মতো
সে তখন প্রেমে প্রেমে দীর্ণ করে বুক, তার দুটি শীর্ণ দীর্ঘ জলরেখা
পাণ্ডুগালে কাঁপে আর জ্যোৎস্না এসে মোছে তার কলঙ্কের আদরিণী ছায়া
পাহাড়ে পর্বতে সেই একই জ্যোৎস্না নিদ্রাহীন শিয়রে আমার
দীপ্ত করে প্রতিজ্ঞার আরক্তিম ক্ষত।
সে কলঙ্কময়ী মেয়ে বিচিত্র আশ্বাসে তবু মুখ তুলে চুপি চুপি ডাকে ;
ভুলিনি তোমাকে আমি ভুলিনি –
তারই শব্দে আমি ছুটি দিগন্তরে দিগন্তরে তমিস্রার মতো বন্ধহীন
ভুলো না আমায় তুমি ভুলো না –
সে তখন প্রেমে প্রেমে দগ্ধ করে দিন তার আন্দোলিত অপরূপ দেশে

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।