Khora poem Manjus Dasgupta খরা (কবিতা) – মঞ্জুষ দাশগুপ্ত
মাত্র পাঁচদিন তুমি দূরে আছাে, এত বড় খরা
পৃথিবীতে হয়নি কখনাে, অথচ সেদিনও ছিল
এক হাজার বর্গ কিলােমিটারের গােলাপ বাগান
পদ্মিনী রানীর পায়ে আলতাে তুমি হেঁটে গিয়েছিলে।
স্বয়ং প্রধানমন্ত্রী বক্তৃতায় ঘােষণা দিলেন
পরমাণু শক্তি দিয়ে মরুভূমি সবুজ করবেন
এসব প্রতীতি আজ বড় বেশী ভ্রান্ত মনে হয়
মাত্র পাঁচ দিন তুমি দূরে আছো, পৃথিবীতে খরা।
সমস্ত শরীর আমি ধুয়ে মুছে মন্দিরের মত
পবিত্র করেছি, তবু অপেক্ষার মেঘ জমে জমে
বৃষ্টি কি হবে না ? ফুল বুঝি ফুটে উঠবে অন্য গ্রহে?
হৃষীকেশ এর চেয়ে বেশী কেউ সাধনায় আছে ?
লক্ষ্মীও দরিদ্র হন, সরস্বতী অধিক বিনয়ী
তবে কেন দুর্ভিক্ষের আতঙ্ক ছড়ালে পাঁচদিন!
Subscribe
0 Comments
Oldest