Kokhono valobasa kobita কখনাে ভালােবাসা – নবনীতা দেবসেন
ডাকলে আসে। পােষা কাকাতুয়ার মতাে
আঙুলে এসে বসে। ফরফরায় ।
ঘাড় দুলিয়ে, পলখ ফুলিয়ে, ঝুঁটি নাচিয়ে
বুলি কপচায়। মন-রাখা বোল পড়ে
আমার ধবধবে পাখি, আমার মন-রাখা
যত বুলি, যত শেখানাে-পড়ানাে বুলি,
আমার কানে মধু ঢালে।
তারপর আড়ালে
একা
দাঁড়ে বসে-ব’সে
নিজের মনে-মনে
আমার ধবধবে পােষ পাখি
ঝকঝকে শেকল বাজিয়ে অট্টহাসে
আর মহাশূন্যে
পালখ খশায়।
Subscribe
0 Comments
Oldest