Kokhono valobasa kobita কখনাে ভালােবাসা – নবনীতা দেবসেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ডাকলে আসে। পােষা কাকাতুয়ার মতাে
আঙুলে এসে বসে। ফরফরায় ।
ঘাড় দুলিয়ে, পলখ ফুলিয়ে, ঝুঁটি নাচিয়ে
বুলি কপচায়। মন-রাখা বোল পড়ে
আমার ধবধবে পাখি, আমার মন-রাখা
যত বুলি, যত শেখানাে-পড়ানাে বুলি,
আমার কানে মধু ঢালে।
তারপর আড়ালে
একা
দাঁড়ে বসে-ব’সে
নিজের মনে-মনে
আমার ধবধবে পােষ পাখি
ঝকঝকে শেকল বাজিয়ে অট্টহাসে
আর মহাশূন্যে
পালখ খশায়।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।