Koto kichu to bolar thake kobita : কত কিছু বলার ত’ থাকে – বাণী নিয়োগী
কত কিছু বলার ত’ থাকে ।
সব কথা বলা হয় কবে ?
ঝরে পাতা পাতার মতন
কথা গুলি ঝরে পড়ে যাবে ।
কত কথা প্রিয় হ’য়ে ফোটে,
হয় মন আনন্দেতে ভরা,
সেই প্রিয় কথা গুলি দিয়ে
জীবনটা হোক তবে গড়া,
শুধু ভালবাসা আর শুধু শুভ ভাবনা
সকলের তরে হোক হৃদি সুধা ভরা
এ হলেই পূর্ণ হবে সকল সাধনা,
ভালো হোক, শুভ হোক, স্বর্গ হোক ধরা ।
সব কথা বলা হয় কবে ?
ঝরে পাতা পাতার মতন
কথা গুলি ঝরে পড়ে যাবে ।
কত কথা প্রিয় হ’য়ে ফোটে,
হয় মন আনন্দেতে ভরা,
সেই প্রিয় কথা গুলি দিয়ে
জীবনটা হোক তবে গড়া,
শুধু ভালবাসা আর শুধু শুভ ভাবনা
সকলের তরে হোক হৃদি সুধা ভরা
এ হলেই পূর্ণ হবে সকল সাধনা,
ভালো হোক, শুভ হোক, স্বর্গ হোক ধরা ।
Subscribe
0 Comments
Oldest